বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা-
i. মনোযোগ ধরে রাখতে পারে না
ii. ঘন ঘন অজ্ঞান হয়ে যায়
iii. সামাজিক আচরণ প্রদর্শনে সমস্যা হয়
নিচের কোনটি সঠিক?
শিশু বুদ্ধি প্রতিবন্ধী হয় যদি শিশুর
i. জন্মের সময়কালদীর্ঘ হয়
ii. জন্মের পর শ্বাস নিতে অক্ষম হয়
iii. জন্মের সময় মস্তিষ্কে আঘাত লাগে
মায়ের যে ধরনের শারীরিক অবস্থায় গর্ভস্থ শিশু প্রতিবন্ধী হতে পারে
i. ডায়াবেটিস
ii. উচ্চ রক্তচাপ
iii. কিডনির সমস্যা
ঠোঁট কাটা শিশুর কী সমস্যা হয়?
মেরুদন্ডের হাড় ঠিকমতো জোড়া না লাগলে কী সমস্যা হয়?
কোন রোগের ক্ষেত্রে শিশুর হাঁটা চলায় সমস্যা হয়?
জন্মের সময় শিশুকে শিথিল মনে হয় কোন সমস্যার ক্ষেত্রে?
দুধ চুষতে ও গিলতে অসুবিধা হয় কোন রোগে?
সেরেব্রাল পলসিতে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে কোনটি সঠিক?
মাথা তোলা ও বসা খুব ধীরগতিতে হয় কোন রোগে?
শিশুর উপুড় হতে, বসতে ও হাঁটতে দেরি হয় কোন সমস্যার ক্ষেত্রে?
কোন রোগের ক্ষেত্রে মাথার আকৃতি অস্বাভাবিক ছোট হয়?
মাইক্রোসেফালিতে আক্রান্ত শিশুরা কোন মাত্রার বুদ্ধি প্রতিবন্ধী হয়?
কোনটি হলে মাথার ভিতরে তরল পদার্থ জমে থাকে?
শিশুর মাথার আকৃতি অস্বাভাবিক বড় হয় কোন রোগের ক্ষেত্রে?
বুদ্ধি প্রতিবন্ধীদের শনাক্ত করার উপায় কোনটি?
কোনটির ক্ষেত্রে গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা যায়?
ক্রিটিনিজম এর ক্ষেত্রে শিশুর দেহে কোন হরমোনের উৎপাদন কম হয়?
চোখ থেকে তরল পদার্থ বের হয় কোন প্রতিবন্ধীদের?
কাটা তালুর ক্ষেত্রে সমস্যা হয়-
i. খাদ্য গ্রহণে
ii. কথা বলায়
iii. কথা শোনায়