কোন বস্ত্রটি টুইল বুনন পদ্ধতিতে তৈরি করা হয়?
যে যন্ত্রের সাহায্যে বুনন প্রক্রিয়ায় বস্ত্র উৎপাদন করা হয় তাকে কী বলে?
তাঁতযন্ত্র কয় ধরনের?
তাঁত যন্ত্রে লম্বালম্বিভাবে সাজানো সুতাকে কী বলে?
কোন সুতা চালনার ক্ষেত্রে মাকু ব্যবহৃত হয়?
বুননে টানা ও পড়েন সুতার মধ্যে কোন ধরনের কখন সম্পন্ন হয়?
মৌলিক বুনন কত প্রকার?
সাদাসিধা বুননে একটি পড়েন ও একটি টানা সুতা কোন দিক বরাবর অতিক্রম করে?
সাদাসিধা বুননের তৈরি পোশাক কোনটি?
বয়ন শিল্পে সবচেয়ে সহজ বুনন কোনটি?
সাদাসিধা বুননে টানা ও পড়েন সুতা পরস্পরকে কীভাবে অতিক্রম করে?
কোন বুননে টানা ও পড়েন সুতা কাছাকাছি অবস্থান করে?
কোন ধরনের বুননে সহজেই ময়লা চোখে পড়ে এবং পরিষ্কার করা যায়?
টুইল বুননের মাধ্যমে তৈরি বস্ত্র কোনটি?
কোন বুননের কাপড় বেশি টেকসই হয়?
কোনটি টুইল বুননের ক্ষেত্রে সঠিক?
কোন বয়ন পদ্ধতিতে প্রস্তুতকৃত কাপড়ের ময়লা সহজে পরিষ্কার করা যায় না?
সাটিন বুননের কাপড়ের উপরিভাগ মসৃণ ও উজ্জ্বল দেখায় কেন?
স্যাটিন বুননের কাপড় দিয়ে কী তৈরি হয়?
স্যাটিন বুননের কাপড়ের সুতা কী অবস্থায় থাকে?