ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলি হলো-
i. মূলধন গঠন
ii. সুনাম অর্জন
iii. সামাজিক অবদান
নিচের কোনটি সঠিক?
ব্যবসায়ে পণ্য বৈচিত্র্যায়ন করলে-
একজন দর্জি দোকানদার তার দৈনন্দিন খরচগুলো স্বল্পমেয়াদি তহবিল থেকে নির্বাহ করে থাকেন। এক্ষেত্রে তিনি অর্থায়নের কোন নীতি অনুসরণ করেন?
ডিবেঞ্চারের সুবিধা কোনটি?
আফজাল অ্যান্ড কোং-এর নগদ প্রবাহ ১ কোটি টাকা এবং নিট মুনাফা ৮০ লক্ষ টাকা। উক্ত কোম্পানির অবচয়ের পরিমাণ কত?
কাগজি মুদ্রা প্রচলনের কারণ ছিল—
i. দ্রব্যের মান
ii. দ্রব্যের ওজন
iii. দ্রব্যের মজুদযোগ্যতা
'Bancus' কী ধরনের শব্দ?
কোন পরিস্থিতিতে ব্যাংক নিজেই গ্রাহকের সাথে সম্পর্কের অবসান ঘটাতে পারে?
ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয় কখন?
ব্যাংক ব্যবস্থাপকের নির্দেশনার ফলে 'মুন' ব্যাংকের কোন কাজটি সম্পাদন হবে?
শামীম কোন ধরনের ব্যাংকে হিসাব খুলেছেন?
শামীম যে ব্যাংকের মাধ্যমে দৈনন্দিন লেনদেন সম্পন্ন করেন গ্রাহকের প্রেক্ষাপটে উক্ত ব্যাংকের উদ্দেশ্য হতে পারে-
i. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ
ii.আমানত গ্রহণ
iii. অর্থ স্থানান্তর
এখানে 'গ' ব্যাংকের কাজটি হচ্ছে—
ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
কোন হিসাবে জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যায়?
গ্রাহকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য কোনটি?
হাবিব দুই বছর পর ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবে?
উদ্দীপক অনুযায়ী-
i. বন্ধুর ক্ষেত্রে সুদের হার ৯%
ii. হাবিবের সুযোগ ব্যয় ১২%
iii. হাবিবের বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক নয়
আদর্শ বিচ্যুতির সঠিক সূত্র কোনটি?
কোন ঝুঁকির কারণে কোম্পানি দ্রুত বিলোপসাধন হতে পারে?