দায় সৃষ্টি করে কোনটি?
কোন দশকে অর্থায়ন অঙ্কনির্ভর হয়ে ওঠে?
লাভ-লোকসান সমবণ্টনের কথা বলা হয়েছে ইসলামি ব্যাংকের কোন সেবায়?
মি. রায়হান দায়িত্ব পালন করতে পারে—
i. সততার পরিচয় দিয়ে
ii. সময়মতো ঋণ পরিশোধ করে
iii. সুদ ছাড়া আসল প্রদান করে
নিচের কোনটি সঠিক?
দীর্ঘমেয়াদি তহবিল ব্যবহার করা হয়—
'A' ১ বছর পরে 'B' এর নিকট থেকে ১০০ টাকা পাবে। সুদের হার ১০% তাহলে ঐ টাকার বর্তমান মূল্য কত হবে?
ব্যাংক নোট ইস্যুর ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করে?
জনাব কামাল একটি নার্সারি পরিচালনা করেন। মূলধন বাজেটিং-এর সাহায্যে তিনি নিচের কোন সিদ্ধান্ত নিবেন?
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়?
প্রাপ্য বিলের মেয়াদ সাধারণত কয় মাস?
কোনটি শেয়ারের বিকল্প?
নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক?
কারবারি প্রতিষ্ঠানগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
ঝুঁকির পরিমাপ করা হয়-
i. বিভিন্ন কৌশল অবলম্বন করে
ii. সঠিক পরিকল্পনার মাধ্যমে
iii. প্রতিষ্ঠানের ব্যয় কমিয়ে
মূলধন বাজেটিং-এর পদ্ধতি কয়টি?
মূলধন বাজেটিং এ ব্যর্থতার দায় কাকে নিতে হয়?
মি. রাসেল বর্তমানে কত টাকা বিনিয়োগ করলে তা ১,০০,০০০ টাকায় পরিণত হবে?
দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস—
i. ঋণপত্র
ii. লিজিং
iii. বাণিজ্যিকপত্র
নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলা হয় ?
LC-এর পূর্ণরূপ—