চেক কী?
সাধারণত চেক কত ধরনের হয়?
ব্যাংক যে ক্ষেত্রে চেকের বাহককে নগদ অর্থ দিতে বাধ্য থাকে তাকে বলে-
যে ধরনের চেক গ্রাহকের আদেশ অনুযায়ী নির্দিষ্ট প্রাপককে ব্যাংকের হিসাবের মাধ্যমে পরিশোধ করে তাকে কী বলে?
মক্কেলের মৃত্যু হলে ব্যাংক হিসাবের কী হয়?
গ্রাহক আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে ব্যাংক হিসাব কী হয়?
কোন মন্তব্যটি সঠিক?
কোন হিসাবে চেকের ব্যবহার হয় না?
ব্যাংক পাস বই থেকে কী জানা যায়?
চেকের মাধ্যমে টাকা তোলা হয় কোন হিসাবে?
প্রায়শই ঋণ সুবিধা প্রত্যাশা করেন এমন একজন ব্যক্তির জন্য ধরনের হিসাব উত্তম?
চেকের প্রস্তুতকারককে কী বলে?
একটা চেকে টাকার পরিমাণ কত বার লেখা হয়?
প্রভূত তারিখের কত মাস পর কোনো চেক বাসি চেক বলে পরিগণিত হয় ?
কোন ধরনের চেকের হস্তান্তরযোগ্য?
চেকের উল্টো পৃষ্ঠায় প্রাপককে কয়টি স্বাক্ষর দিতে হয়?
জনাব হাফিজ তার ব্যবসায়িক লেনদেনের জন্য বিশেষ এক ধরনের চেক ব্যবহার করেন যার অর্থ ব্যাংক প্রাপকের হিসাবের মাধ্যমে পরিশোধ করে। জনাব হাফিজের চেকটি হলো-
কীসের মাধ্যমে ব্যাংক থেকে সরাসরি টাকা উত্তোলন করা যায়?
কোনটি ব্যাংক তহবিলের উৎস নয়?
আদিল তার পাওনা টাকা চেকের মাধ্যমে পেয়ে নিজ হিসাবে জমার মাধ্যমে উত্তোলন করেন। আদিলের প্রাপ্ত চেকটি কোন ধরনের?