ব্যাংক ও গ্রাহকের মধ্যকার সম্পর্ক যেসব বিষয়ের ওপর নির্ভর করে তৈরি হয় তা হলো—i. সততা ও আদর্শii. নিষ্ঠা ও বিশ্বাসiii. সততা ও বিশ্বাসনিচের কোনটি সঠিক?
ব্যাংকিং ব্যবসায়ে লিপ্ত যেসব পক্ষকে ব্যাংকার বলা হয় তা হলো-i. ব্যক্তিii. কর্পোরেশনiii. কোম্পানিনিচের কোনটি সঠিক?
ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে-i. গ্রাহকের পক্ষে দেনা পরিশোধেii. গ্রাহকের পক্ষে ঋণ বিতরণেiii. গ্রাহকের পক্ষে পাওনা আদায়েনিচের কোনটি সঠিক?
গ্রাহকের স্বার্থরক্ষা করা ব্যাংকের কোন ধরনের দায়িত্ব?
ব্যাংকিং ব্যবসায়ের কী অনুযায়ী গ্রাহকের স্বার্থ রক্ষা ব্যাংকের জন্য একটি পবিত্র দায়িত্ব হিসেবে গণ্য হয়?
গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব কোনটি?
সাধারণভাবে ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিতে বাধ্য থাকে-
ব্যাংক তার মক্কেলের প্রাপ্য সুদ কীভাবে তার হিসাবে জমা করে?
গ্রাহকের টাকা চাহিবামাত্র ফেরত দিতে বাধ্য থাকে কোন প্রতিষ্ঠান?
চেকের মাধ্যমে টাকা তোলা হয় কোন হিসাবে?
আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশকে কী বলে?
কার নির্দেশে ব্যাংক তার আমানতকারীর অর্থ ব্যবহার করার অধিকার পায়?
কোনটি অনুযায়ী ব্যাংক ঋণের সুদ ও আসল প্রদান করা ব্যাংকের দায়িত্ব?
ব্যাংক তার মক্কেলের সুদ কীভাবে তার হিসাবে জমা রাখে?
সোনালী ব্যাংকের যাত্রাবাড়ী শাখায় ভোল্ট থেকে টাকা উধাও। এর ফলে ব্যাংকের প্রতি গ্রাহকদের মনোভাব কী?
কে গ্রাহকের টাকা চাহিবামাত্র ফেরত দিতে বাধ্য থাকে?
গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব হলো-i. অর্থ ফেরতii. হিসাবের গোপনীয়তাiii. সুদ আদায়
নিচের কোনটি সঠিক?
ব্যাংক তার গ্রাহককে ঋণ পরিশোধের জন্য প্রদান করবে-i. সময়ii. সুযোগiii. অর্থনিচের কোনটি সঠিক?
ব্যাংকের সাথে সম্পর্কের ক্ষেত্রে সততার পরিচয় দেওয়া গ্রাহকের কোন ধরনের দায়িত্ব?
কোন হিসাবের জমাতিরিক্ত উত্তোলন হলে ঋণগ্রহীতার কাছ থেকে ব্যাংক সুদ কেটে নেয়?