ব্যাংকে চলতি হিসাব থেকে জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ দেয় কেন?
ব্যাংক হিসাব খোলার সময় কোন ধরনের সেবা অধিক বিবেচ্য ?
সহজে লেনদেনের জন্য গ্রাহক ব্যাংকের কোন বিষয়ে বেশি গুরুত্ব দিবে?
ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে-
i. ব্যক্তিগত ঋণ সুবিধা পাওয়া যায়
ii. বাকিতে মালামাল ক্রয় করা যায়
iii. জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়
নিচের কোনটি সঠিক?
গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য কোনটি?
ATM এর পূর্ণরূপ কী?
ব্যাংক হিসাবের মাধ্যমে সহজ হয়েছে-i. অর্থ স্থানান্তর করাii. অর্থ সঞ্চয় করাiii. লেনদেন নিষ্পত্তি করা
কোনটি সঠিক ?
হাবিব সাহেব হজে যাওয়ার নিয়ত করলেন এবং প্রতি মাসে ৫,০০০ টাকা করে জমাতে চাইলেন। তার জন্য উপযুক্ত হিসাব খুলতে হবে নিচের কোনটি?
আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা- i. এসএমএস ব্যাংকিংii. প্রত্যন্ত অঞ্চলে স্বল্প সময়ে অর্থ স্থানান্তর করা যায়iii. এর সেবা বাংলাদেশে সস্তা ও সহজলভ্যনিচের কোনটি সঠিক?
নগদ লেনদেনের জন্য কোন ধরনের হিসাব সুবিধাজনক?
ব্যাংক কীভাবে আমানত সংগ্রহ করে?
কোন হিসাবে জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যায়?
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটি ?
জনাব সেলিম ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন?
জনাব সেলিমের ব্যাংকের উদ্দেশ্য হতে পারে-i. মুদ্রা বাজার নিয়ন্ত্রণii. আমানত গ্রহণiii. অর্থ স্থানান্তরনিচের কোনটি সঠিক?
মিসেস আয়শার জন্য কোন ধরনের হিসাব যথোপযুক্ত?
মিসেস আয়শা তার ব্যাংক থেকে যে ধরনের সেবা ও সুবিধা পেতে পারেন সেগুলো হলো-i. জমাতিরিক্ত উত্তোলনii. স্বল্পহারে সুদপ্রাপ্তিiii. যতবার খুশি ততবার টাকা জমা রাখানিচের কোনটি সঠিক?
ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে প্রয়োজন হয় না-i. জাতীয় পরিচয়পত্রের ii. চাকরির অভিজ্ঞতার সনদেরiii. শিক্ষাগত যোগ্যতার সনদেরনিচের কোনটি সঠিক?
ব্যাংক তার মক্কেলের হিসাবে স্বয়ংক্রিয়ভাবে কোনটি জমা করে?
গ্রাহকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য কোনটি?