বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কয়টি ?
ব্যাংকের তহবিল সংগ্রহের প্রাথমিক ও প্রধান উৎস কোনটি?
সংরক্ষিত তহবিল কী?
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস-
নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস?
রুপালী ব্যাংক লি.-এর নিজস্ব তহবিলসমূহ যথাক্রমে পরিশোধিত মূলধন ৪ কোটি, সঞ্চিতি তহবলি ১০০ কোটি, আমানত ১০০ কোটি এবং ঋণ ৫০ কোটি টাকা। এখানে রুপালী ব্যাংক লিমিটেডের তহবিলের প্রধান উৎস কোনটি?
ব্যাংক প্রত্যেক বছর মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্যে সঞ্চয় করে রাখে। এটি বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের তহবিলের উৎস?
বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কী?
ব্যাংক কখন ব্যবসায়ীদের প্রাপ্য বিনিময় বিল বাট্টাকরণের ব্যবস্থা করে?
'লকার ভাড়া সেবার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের নিকট থেকে কী আদায় করে?
ব্যাংক মক্কেলের পক্ষ হয়ে চেকের অর্থ কিসের বিনিময়ে আদায় করে থাকে?
বাণিজ্যিক ব্যাংক কমিশন পায়—
ট্রাভেলার্স চেক হতে বাণিজ্যিক ব্যাংক কী পায়?
বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?
সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের পূর্বশর্ত কী?
বাণিজ্যিক ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারকদের কী ইস্যু করে?
কোনটি বাণিজ্যিক ব্যাংকের মুনাফার মূল উৎস?
বাণিজ্যিক ব্যাংক কোন খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে?i. শেয়ারii. ঋণপত্রiii. সরকারি সিকিউরিটিনিচের কোনটি সঠিক?
বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে -i. ট্রাভেলার চেক হতেii. সংরক্ষিত তহবিল হতেiii. ব্যাংক ড্রাফট হতেনিচের কোনটি সঠিক?
চেক, ভ্রমণকারীর চেক ও পে-অর্ডারের মাধ্যমে-i. মুনাফা বৃদ্ধির পথ সুগম হয়ii. আর্থিক ঝুঁকি হ্রাস পায়iii. অর্থ স্থানান্তর সহজ হয়
নিচের কোনটি সঠিক?