সমষ্টি উন্নয়নের সূচনা হয় কত সালে?
কত সাল থেকে সমষ্টি সংগঠন চালু ছিল?
সমষ্টি সমাজকর্ম কোন ধরনের প্রক্রিয়া?
উন্নত ও সংগঠিত সমষ্টি এবং অনুন্নত ও অসংগঠিত সমষ্টিতে কাজ করার জন্যে সমষ্টি সমাজকর্ম কয়টি শাখায় বিভক্ত?
মাধবপুর গ্রামের অধিকাংশ লোক দারিদ্র্য, নিরক্ষরতা, বেকারত্বসহ অন্যান্য আর্থ-সামাজিক সমস্যায় জর্জরিত। মাধবপুরে সমাজকর্মের কোন পদ্ধতি বেশি কার্যকর হবে?
উন্নত সমাজে পরিকল্পিত পরিবর্তন আনয়নের প্রক্রিয়া হলো-
সমষ্টি সংগঠনের কাজ হলো-
i . সমষ্টির চাহিদা ও লক্ষ্য চিহ্নিত করা
ii. গুরুত্ব অনুসারে চাহিদার অগ্রাধিকার প্রদান
iii. চাহিদা কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা
নিচের কোনটি সঠিক?
আর্থ-সামাজিক অগ্রগতি ও উন্নয়নের জন্যে বর্তমানকালে সমষ্টি উন্নয়ন ব্যাপকভাবে ব্যবহৃত হয়-
i. অনুন্নত দেশসমূহে
ii. উন্নয়নশীল দেশসমূহে
iii. উন্নত দেশের অনুন্নত এলাকায়
সমষ্টি সমাজকর্মের প্রধান উপাদান কোনটি?
সাহায্যনির্ভর সেবাদান কার্যক্রম পরিচালনা করে কোনটি?
সমস্যা নির্ণয় বলতে বোঝায়-
ব্যক্তি সমাজকর্মের নীতিমালাকে কয় ভাগে ভাগ করা হয়?
ব্যক্তি সমাজকর্মে পেশাদার প্রতিনিধি ও সাহায্যার্থীর মধ্যে তথ্য বিনিময়কে কী বলা হয়?
ব্যক্তির বৈশিষ্ট্যের ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত হলো-
i. সে স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী
ii. সে সমস্যার সমাধান প্রার্থী
iii. সে মাদকাসক্ত
ব্যক্তি সমাজকর্মে 'স্থান' বলতে বোঝায়-
i. নির্দিষ্ট জায়গা
ii. সরকারি এজেন্সি
iii. বেসরকারি এজেন্সি
পেশাদার প্রতিনিধিকে বিশেষভাবে পারদর্শী হতে হয়-
i. মানব সম্পর্কিত জ্ঞানে
ii. সম্পর্ক সৃষ্টির দক্ষতায়
iii. ব্যক্তিগত স্বার্থ রক্ষায়
ব্যক্তি সমাজকর্মে ধারাবাহিক ও বিজ্ঞানসম্মত কার্যপ্রণালি বলতে কোনটিকে বোঝায়?
ব্যক্তি সমাজকর্মে একজন ব্যক্তির মক্কেল হওয়ায় পূর্বশর্ত কী?
সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাধানের জন্য প্রথমে কার শরণাপন্ন হন?
সমাধান ব্যবস্থাকে কয়টি পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করা যায়?