পরিবার কল্যাণ সংস্থা, শিশু যত্ন সংস্থা, দত্তক সমিতি, স্বাস্থ্যসেবা- এগুলো কী?
চিত্তবিনোদনমূলক কাজের উন্নয়ন, পার্ক ও খেলার মাঠ তৈরি, শিশুদের জন্যে বিভিন্ন সুযোগ সৃষ্টি কোন সংগঠনের কাজ?
কেন্দ্রীয়ভাবে গোপন রেজিস্টার সংরক্ষণ করা কোনটির কাজ?
দল সমাজকর্মে প্রতিষ্ঠান কয় ধরনের হয়?
পরিবার কোন দলের অন্তর্ভুক্ত?
দল সমাজকর্ম প্রক্রিয়ায় সমস্যা সমাধানে ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার কয়টি পদক্ষেপকে সমাজকর্ম প্রক্রিয়ার ধাপ হিসেবে গ্রহণ করেন?
রবার্ট ডি. ভিন্টার দল সমাজকর্ম প্রক্রিয়ায় কয়টি ধাপের উল্লেখ করেন?
রবার্ট ডি. ভিন্টার কত সালে দল সমাজকর্ম প্রক্রিয়ার ৫টি ধাপের উল্লেখ করেন?
দল সমাজকর্ম প্রক্রিয়ায় দলীয় সমাজকর্মীর প্রথম দায়িত্ব কোনটি?
দল সমাজকর্ম কীভাবে দলের সদস্যদের সামাজিক ভূমিকা পালনে সহায়তা করে থাকে?
দল সমাজকর্মের উপাদান হলো-
i. সামাজিক দল
ii. দল সমাজকর্ম প্রতিষ্ঠান
iii. দল সমাজকর্মী
নিচের কোনটি সঠিক?
একজন সাহায্যকারী হিসেবে নিজ ভূমিকা ও কার্যাবলি সম্পাদন করেন কে?
দল সমাজকর্মের কেন্দ্রবিন্দু কে?
দলের অভ্যন্তরে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কে নিরলসভাবে কাজ করে?
দল সমাজকর্মী দলের মধ্যে কোন পরিবেশ বজায় রাখে?
দলীয় সদস্যদের আচার-আচরণ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে কোনটি?
দলের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পদ খুঁজে বের করে তার সর্বোত্তম ব্যবহারের নিশ্চয়তা দান করে দলকে সহায়তা করা কার অন্যতম কাজ?
দলীয় সমস্যা মোকাবিলায় কে পর্যবেক্ষণকারীর ভূমিকায় অবতীর্ণ হন?
কীভাবে দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কৃষকদের উন্নয়ন সাধন করা যায়?
বাংলাদেশে দল সমাজকর্মের প্রয়োগের ক্ষেত্র কীরূপ?