দল সমাজকর্মের উপাদান হলো-
i. সামাজিক দল
ii. দল সমাজকর্ম প্রতিষ্ঠান
iii. দল সমাজকর্মী
নিচের কোনটি সঠিক?
দল সমাজকর্মের নীতি হলো-
i. পরিকল্পিত দল গঠন
ii. ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ নীতি
iii. দল স্বাতন্ত্র্যীকরণ
দল সমাজকর্মের কেন্দ্রবিন্দু কে?
দলের অভ্যন্তরে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কে নিরলসভাবে কাজ করে?
দল সমাজকর্মী দলের মধ্যে কোন পরিবেশ বজায় রাখে?
দলীয় সদস্যদের আচার-আচরণ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে কোনটি?
দলের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পদ খুঁজে বের করে তার সর্বোত্তম ব্যবহারের নিশ্চয়তা দান করে দলকে সহায়তা করা কার অন্যতম কাজ?
দলীয় সমস্যা মোকাবিলায় কে পর্যবেক্ষণকারীর ভূমিকায় অবতীর্ণ হন?
Leadership বলতে কোনটিকে বোঝায়?
কীভাবে দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কৃষকদের উন্নয়ন সাধন করা যায়?
আগত সাহায্যার্থীকে সংস্থা থেকে প্রয়োজনীয় সেবা দিতে অক্ষম হলে অন্যত্র স্থানান্তর করাকে কী বোঝায়?
ব্যক্তি সমাজকর্মের সাধারণ নীতিতে যোগাযোগ বলতে বোঝায়-
i. তথ্য বিনিময়
ii. সমাজকর্মী ও মক্কেলের মাঝে ভাব
iii. যাতায়াত ব্যবস্থা
সমস্যা সমাধান প্রক্রিয়ায় বিভিন্ন পদ্ধতি বা কৌশল অবলম্বনের মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির-
i. সুপ্ত প্রতিভা বিকশিত হয়
ii. ক্ষমতার পুনরুদ্ধার ঘটে
iii. আর্থিক সামর্থ্য বৃদ্ধি পায়
কমলাদেবীর সমস্যা সমাধান করতে গিয়ে সমাজকর্মী মিলার সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। সমাজকর্মের ভাষায় একে কী বলা হয়?
পেশাগত সম্পর্ককে সমাজকর্মের ভাষায় কী বলা হয়?
র্যাপো শব্দের উৎপত্তি হয়েছে কোন ভাষার শব্দ থেকে?
১৯৩০ সালে র্যাপো শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
কীসের ভিত্তিতে র্যাপো গড়ে ওঠে?
ব্যক্তি সমাজকর্মে একজন পেশাদার প্রতিনিধি কোন ধরনের দৃষ্টিভঙ্গির অধিকারী হতে পারে?
রফিক সাহেব একজন সমাজকর্মী। তিনি তার এলাকার সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সমস্যা সমাধানে সহযোগিতা করেন। ব্যক্তি সমাজকর্মের ভাষায় তাকে কী বলে?