'ব্ল্যাক ডেথ' হলো-
i. প্লেগ রোগজনিত মৃত্যু
ii. শিল্প দুর্ঘটনায় মৃত্যু
iii. তীব্র শ্রমিক সংকট
নিচের কোনটি সঠিক?
ইংল্যান্ডে প্রথম দরিদ্র আইন, ১৩৪৯ প্রণয়নের মূল লক্ষ্য ছিল-
i. সক্ষম শ্রমিকদের যে কোনো ইচ্ছুক মালিকদের অধীনে নিজ এলাকায় কাজ করাতে বাধ্য করা
ii. ভবঘুরেমি ও ভিক্ষাবৃত্তি বন্ধ করা
iii. সক্ষম দরিদ্রদের ভিক্ষাদানে জনগণকে উৎসাহিত করা
শ্রেণিকক্ষে পাঠদানকালে শফিকুর রহমান ইংল্যান্ডে ১৩৪৯-১৫৯৭ সালের মধ্যে প্রণীত দারিদ্র্য সম্পর্কিত আইন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। তিনি যেসব আইন সম্পর্কে বলেন-
i. এলিজাবেথীয় আইন
ii. সামাজিক নিরাপত্তামূলক আইন
iii. দরিদ্র আইন ১৫৩১
যে উদ্দেশ্যকে সামনে রেখে ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইন প্রণীত হয়, তা হলো-
i. ত্রাণ কার্যক্রমে বিশৃঙ্খলা দূরীকরণ
ii. শ্রমাগারে অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ন্ত্রণ
iii. উচ্চহারে দরিদ্র করের হার ধার্য
দরিদ্র সংস্কার আইন ১৮৩৪-এর আওতায় বিভিন্ন রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়-
i. প্রায় দুইশত শ্রমাগার নির্মাণ করে
ii. হিমাগার সংস্কারের মাধ্যমে
iii. দরিদ্রাগার সংস্কারের মাধ্যমে
১৮৩৪ সালের আইন প্রয়োগের ক্ষেত্রে অনুসরণ করা হয়-
i. কম যোগ্যতার নীতি
ii. শ্রমাগার পরীক্ষার নীতি
iii. নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ নীতি