'ব্ল্যাক ডেথ' হলো-
i. প্লেগ রোগজনিত মৃত্যু
ii. শিল্প দুর্ঘটনায় মৃত্যু
iii. তীব্র শ্রমিক সংকট
নিচের কোনটি সঠিক?
ইংল্যান্ডে প্রথম দরিদ্র আইন, ১৩৪৯ প্রণয়নের মূল লক্ষ্য ছিল-
i. সক্ষম শ্রমিকদের যে কোনো ইচ্ছুক মালিকদের অধীনে নিজ এলাকায় কাজ করাতে বাধ্য করা
ii. ভবঘুরেমি ও ভিক্ষাবৃত্তি বন্ধ করা
iii. সক্ষম দরিদ্রদের ভিক্ষাদানে জনগণকে উৎসাহিত করা
শ্রেণিকক্ষে পাঠদানকালে শফিকুর রহমান ইংল্যান্ডে ১৩৪৯-১৫৯৭ সালের মধ্যে প্রণীত দারিদ্র্য সম্পর্কিত আইন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। তিনি যেসব আইন সম্পর্কে বলেন-
i. এলিজাবেথীয় আইন
ii. সামাজিক নিরাপত্তামূলক আইন
iii. দরিদ্র আইন ১৫৩১
সর্বপ্রথম আধুনিক ও ত্রুটিহীন দরিদ্র আইন কবে প্রণয়ন করা হয়?
কোন আইনকে ইংল্যান্ডের দারিদ্র্য ও ভবঘুরে সমস্যা মোকাবিলার ৪৩তম প্রয়াস বলা হয়?
১৬০১ সালের দরিদ্র আইন মোতাবেক দরিদ্রদের কয়টি শ্রেণিতে বিভক্ত করা হয়?
১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন অনুযায়ী নির্ভরশীল বালক- বালিকাদের কোন ব্যবস্থায় পুনর্বাসন করা হতো?
নির্ভরশীল শিশুর পিতামাতা ছিলেন কারা?
যে উদ্দেশ্যকে সামনে রেখে ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইন প্রণীত হয়, তা হলো-
i. ত্রাণ কার্যক্রমে বিশৃঙ্খলা দূরীকরণ
ii. শ্রমাগারে অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ন্ত্রণ
iii. উচ্চহারে দরিদ্র করের হার ধার্য
দরিদ্র সংস্কার আইন ১৮৩৪-এর আওতায় বিভিন্ন রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়-
i. প্রায় দুইশত শ্রমাগার নির্মাণ করে
ii. হিমাগার সংস্কারের মাধ্যমে
iii. দরিদ্রাগার সংস্কারের মাধ্যমে
১৮৩৪ সালের আইন প্রয়োগের ক্ষেত্রে অনুসরণ করা হয়-
i. কম যোগ্যতার নীতি
ii. শ্রমাগার পরীক্ষার নীতি
iii. নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ নীতি
বিংশ শতাব্দীর শুরুতে কোথায় ভয়াবহ বেকারত্ব দেখা দেয়?
১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের সভাপতি কে ছিলেন?
১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল?
১৯০৬ সালের খাদ্য আইনে কী করা হয়েছে?
স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোন আইন প্রণয়ন করা হয়?
প্রবীণদের সামাজিক নিরাপত্তার জন্য কত সালে কৃষ্ণকালীন পেনশন আইন পাস করা হয়?
ইংল্যান্ডে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আদর্শ মডেল হিসেবে স্বীকৃত-
কোন বিষয়টিকে ইংল্যান্ডের দারিদ্র্যের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়?
'ক' দেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে সরকারি উদ্যোগ বাস্তবায়নে একটি আন্তঃবিভাগীয় কমিটি গঠিত হয়। এ কমিটির প্রধান ছিলেন দেশটির একজন বিখ্যাত অর্থনীতিবিদ। নিচের কোন ব্যক্তির সাথে তার সাদৃশ্য আছে?