দান সংগঠন সমিতি গড়ে তোলার উদ্দেশ্য ছিল-
i. দরিদ্রদের কার্যকরভাবে সহায়তা দেওয়া
ii. দান কার্যক্রমের পরিধি বৃদ্ধি
iii. দান কাজের দ্বৈততা প্রতিরোধ করা
নিচের কোনটি সঠিক?
দান সংগঠন সমিতি সমাজকর্ম পেশার বিকাশে ভূমিকা রাখে-
i. সরকারি ও স্বেচ্ছাসেবী সাহায্যের সমন্বয় করে
ii. দরিদ্রদের আত্মনির্ভরশীল হওয়ার মনোবল তৈরি করে
iii. দরিদ্রদের বিশেষ সহায়তা প্রদান করে
দান সংগঠন সমিতির উদ্দেশ্য হলো-
i. বিভিন্ন ত্রাণ বিতরণকারী সংগঠনের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি করা
ii. সম্পদের অপচয় রোধ করা
iii. বিভিন্ন রকম দান কার্যক্রমের পুনরাবৃত্তি রোধ করা
সমাজকর্ম পেশায় বিশ্বজনীন পেশাগত সংগঠন কোনটি?
NASW কত সালে গঠিত হয়?
আমেরিকার পেশাদার সমাজকর্মের একটি অলাভজনক জাতীয় সংগঠন হলো-
NASW কোন দেশের সমাজকর্মীদের সংগঠন?
কোন প্রক্রিয়ায় ১৬০১ সালের দরিদ্র আইনে অক্ষমদের পুনর্বাসন করা হতো?
১৬০১ সালের দরিদ্র আইনে স্থানীয় সংস্থার নাম কী?
১৬০১ সালের দরিদ্র আইনের প্রশাসনিক দায়িত্ব কার হাতে অর্পিত হয়?
ওভারসিয়ারের মাধ্যমে কাদের সাহায্য করা হতো?
১৬০১ সালের দরিদ্র আইন অনুযায়ী প্যারিশের ব্যবহৃত প্রতিটি পুরাতন বাড়ি সংশোধনাগার ও দরিদ্রাগার হিসেবে ব্যবহৃত হবে। এটি কোন ধরনের ব্যবস্থা?
আধুনিক সমাজকর্ম পেশা ১৬০১ সালের দরিদ্র আইনের কাছে ঋণী। এ কথা বলার কারণ কী?
দরিদ্র আইন প্রণয়নের পর তাদের কার্যক্রম তত্ত্বাবধানে কোন কমিশন গঠিত হয়?
কত সালে দরিদ্রদের কল্যাণে নতুন একটি সংস্কার আইন প্রণীত হয়?
১৮৩৪ সালের দরিদ্র আইনে দরিদ্র শ্রমাগারকে 'দরিদ্রদের জেলখানা' হিসেবে অভিহিত করেন কে?
নিচের কোন আইন ১৬০১ সালের কঠোর ও দমনমূলক নীতির পুনরান্ত বলে বিবেচিত হয়?
১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত ১৮৩৪ সালের রাজকীয় কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
১৮৩৪ সালে দরিদ্র আইন কমিশন কত শতাংশ প্রশাসনিক পরিধি হ্রাসের সুপারিশ করেছে?
Poor Law Board এর আলোকে কত সালে General Board of Health গঠিত হয়?