কত সালে প্রথম দরিদ্র আইন প্রণীত হয়?
ইংল্যান্ডের দরিদ্র সমস্যা মোকাবিলায় ১৫৩১ সালে দরিদ্র আইনটি প্রণয়ন করেন কে?
ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ কত শতাব্দীতে সমন্বিত দরিদ্র আইন প্রণয়নের উদ্যোগ নেন?
কত সালে ইংল্যান্ডে বসতি আইন প্রণয়ন করা হয়?
স্পিনহ্যামল্যান্ড এ্যাক্ট কত সালে প্রণীত হয়েছে?
'ব্ল্যাক ডেথ' হলো-
i. প্লেগ রোগজনিত মৃত্যু
ii. শিল্প দুর্ঘটনায় মৃত্যু
iii. তীব্র শ্রমিক সংকট
নিচের কোনটি সঠিক?
ইংল্যান্ডে প্রথম দরিদ্র আইন, ১৩৪৯ প্রণয়নের মূল লক্ষ্য ছিল-
i. সক্ষম শ্রমিকদের যে কোনো ইচ্ছুক মালিকদের অধীনে নিজ এলাকায় কাজ করাতে বাধ্য করা
ii. ভবঘুরেমি ও ভিক্ষাবৃত্তি বন্ধ করা
iii. সক্ষম দরিদ্রদের ভিক্ষাদানে জনগণকে উৎসাহিত করা
শ্রেণিকক্ষে পাঠদানকালে শফিকুর রহমান ইংল্যান্ডে ১৩৪৯-১৫৯৭ সালের মধ্যে প্রণীত দারিদ্র্য সম্পর্কিত আইন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। তিনি যেসব আইন সম্পর্কে বলেন-
i. এলিজাবেথীয় আইন
ii. সামাজিক নিরাপত্তামূলক আইন
iii. দরিদ্র আইন ১৫৩১
সর্বপ্রথম আধুনিক ও ত্রুটিহীন দরিদ্র আইন কবে প্রণয়ন করা হয়?
রানি এলিজাবেথীয় দরিদ্র আইন কত সালে প্রণীত হয়?
১৬০১ সালের দরিদ্র আইন মোতাবেক দরিদ্রদের কয়টি শ্রেণিতে বিভক্ত করা হয়?
১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন অনুযায়ী নির্ভরশীল বালক- বালিকাদের কোন ব্যবস্থায় পুনর্বাসন করা হতো?
নির্ভরশীল শিশুর পিতামাতা ছিলেন কারা?
কোন প্রক্রিয়ায় ১৬০১ সালের দরিদ্র আইনে অক্ষমদের পুনর্বাসন করা হতো?
১৬০১ সালের দরিদ্র আইনে স্থানীয় সংস্থার নাম কী?
১৬০১ সালের দরিদ্র আইনের প্রশাসনিক দায়িত্ব কার হাতে অর্পিত হয়?
ওভারসিয়ারের মাধ্যমে কাদের সাহায্য করা হতো?
এলিজাবেথীয় দরিদ্র আইনগুলো কয়টি নীতির ভিত্তিতে প্রণীত হয়েছিল?
আধুনিক সমাজকর্ম পেশা ১৬০১ সালের দরিদ্র আইনের কাছে ঋণী। এ কথা বলার কারণ কী?
দরিদ্র আইন প্রণয়নের পর তাদের কার্যক্রম তত্ত্বাবধানে কোন কমিশন গঠিত হয়?