জনাব ইসলাম সঠিক বলেছেন । অনেক মানুষ শহরে যায় এবং ইচ্ছাকৃত ভাবে বা অজান্তে তাদের শিকড় ভুলে যায়। জসাব ইসলাম ও তার পরিবারের লোকজন মহৎ-তারা তাদের শিকড়কে কখনো ভুলে যাননি। তারা কেবল তাদের শিকড়কে আকড়ে ধরেই রাখেননি , অন্যনা যাতে তাদের শিকড়ের প্রতি শ্রদ্ধশীল হয়, সেজন্য তাদের আলোকবর্তিতা বহনকারী হয়েছেন।