একটি চৌবাচ্চায় তিনটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে ৩০ মিনিট এবং ২০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি ৬০ মিনিটে খালি হয়। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে?
৬০° কোণের সম্পূরক কোণের মান কত?
এক ব্যক্তি ১১% সার্ভিস চার্জ হিসেবে ১ বছর মেয়াদে ৫০,০০০ টাকা ঋণ গ্রহণ করলে বছর শেষে সর্বমোট কত টাকা পরিশোধ করতে হবে?
ঘণ্টায় ৮ কি.মি বেগে এক ব্যক্তি ঢাকা থেকে আরিচার দিকে রওয়ানা হয়। ৩ ঘণ্টা পরে আর এক ব্যক্তি ঘণ্টায় ১১ কি.মি বেগে একই স্থান থেকে রওয়ানা হলো এবং উভয়ে একই আরিচা পৌছালো। ঢাকা থেকে আরিচার দূরত্ব কত?