এক ব্যক্তি ২৫০০ টাকার একটি ঋণ কিছুসংখ্যক কিস্তিতে পরিশোধ করাত রাজী হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিন্তি থেকে টাকা বেশি । যদি প্রথম কিস্তি ১ টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে ঐ ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবেন।
কাজল ১ লিটার দুধ কিনে তা থেকে ২৫০ মি.লি. পান করল। কাজলের কাছে কতটুকু দুধ অবশিষ্ট রয়েছে?
১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুন ছিল। ৪ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের ২ গুন হবে। বর্তমানে কার বয়স কত?
একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
উৎপাদকে বিশ্লেষণ করুন: 4x2+12x+9.
৪০ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত ৪:১; মিশ্রণটিতে বালি ও সিমেন্টের পরিমাণ কত নির্ণয় করুন।