একটি চেইন দ্বারা মেপে একটি জমির ক্ষেত্রফল ১৩০.৫০ একর পাওয়া গেল। যদি মাপার কাজে ব্যবহৃত চেইনটি শতকরা ০.১০ ভাগ বেশি লম্বা থাকে তাহলে জমির প্রকৃত ক্ষেত্রফল কত?
একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ ১৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকা করে বিক্রয় করলেন। তাঁর শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
তামা, দস্তা ও রুপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দত্তা ও রুপার অনুপাত ৩ : ৫। ৩৮ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রুপা আছে?
একটি শিকল রেখা হতে আঁকা বাঁকা সীমানা রেখায় ১৫ মিটার পরপর নিমরূপ অফসেট পাওয়া গেল। শিকল রেখা ও সীমানার মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল কত?
অফসেট সমূহঃ ০.০০, ২.৭৫, ৩.৮৫, ৩.৮০, ৪.৭০, ৩.৬৫, ৫.০০, ৫.৯০
পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৫০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরপাড়ের ক্ষেত্রফল কত?