মনে করুন, আপনার নাম রিনা খন্দকার এবং আপনি বাড়ি নং-১৩৩, রােড নং-১৩, গুলশান-১, ঢাকা- এই ঠিকানায় অবস্থান করছেন। আপনি আপনার ব্যক্তিগত পাঠ্যপত্রের জন্য বাংলাবাজার, ঢাকা এর একজন বই বিক্রেতার নিকট বিভিন্ন ধরনের ৫০০টি বই অর্ডার করেছেন। বইগুলাের প্রাপ্তির পর দেখলেন যে, আপনার চাহিদা অনুযায়ী বই বিক্রেতা বইগুলাে সরবরাহ করেনি। এ বিষয়ে আপনার অভিযােগ জানিয়ে বই বিক্রেতার নিকট একটি পত্র লিখুন।