একটি কাজ মনির করতে পারে ৬ দিনে এবং জহির করতে পারে ১২ দিনে। তারা কাজটি শুরু করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে মনির চলে যায়। অবশিষ্ট কাজ জহির ৩দিনে শেষ করে। মোট কতদিন তারা একত্রে কাজটি করেছিল?
পিতা, মাতা ও পুত্রে বয়সের গড় ৩৭ বছর। পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। পুত্রের বয়স ২০ বছর হলে পিতা ও মাতার বয়স কত?
উৎপাদকে বিশ্লেষণ করুণঃ 4a4 - 4a2 + 9
টাকয় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
চর্তুভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রী?
ক একটি কাজ ১০ দিনে করতে পারে। খ ঐ কাজটি ১৫ দিনে করতে পারে। তাঁরা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?