একজন গার্মেন্টস শ্রমিক মাসিক বেতনে চাকুরি | করেন। বছর শেষে তিনি একটি নির্দিষ্ট বেতন বৃদ্ধি পান। তার মাসিক বেতন ৪ বছর পর ৪৫০০ টাকা ও ৮ বছর পর ৫০০০ টাকা হয়। তার চাকুরি শুরুর বেতন ও বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ কত?
একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩০০ মিটার এবং বাইরে চারিদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
উৎপাদকে বিশ্লেষণ করুন: m3 – n3 –m (m 2 - n2) + n (m - n) 2
একটি ঘড়ি ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো।। ঘড়িটি আরও ৮০০ টাকা বেশী মূল্য বিক্রয় করলে ৮% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য নির্ণয় করুন।
৩০ টাকায় ১০টি দরে এবং ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১২টি দরে বিক্রয় করলে এতে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
দুটি সংখ্যার যোগফল ৯০। উহাদের বড়টি সংখ্যাদ্বয়ের বিয়োগফলের ৮ গুণ হলে সংখ্যাদ্বয় কি কি?