সীমা ৩ বছরের জন্য ১০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট ৯,৯০০ টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হবে মুনাফার হার নির্ণয় করুন।
একটি আয়তাকার ঘরের প্রন্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত?
এক ব্যক্তি স্রোতের প্রতিকুলে দাঁড় বেয়ে ঘন্টায় ২ কি.মি. বেগে যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় ৩ কি.মি. হলে স্রোতের অনুকুলে ৩২ কি.মি. যেতে তার কত সময় লাগবে?
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১০০ বর্গ মিটার। উহার একটি বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ঐ বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত হবে?
২০ মিটার দৈর্ঘ্যের একটি মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭, ৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হত তবে ৬,০০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত?
(x-y)2 = 14 এবং xy=2 হলে x2 + y2 = কত?