X= 7 এবং Y = 6 হলে, 6x2-40xy + 25y2 এর মান নির্ণয় কর।
৩০০ টাকার ৪ বছরের সরল মুনাফা ও ৪০০ টাকার ৫ বছরের সরল মুনাফা একরে ১৪৮ টাকা হলে, শতকরা মুনাফার হার কত?
যন্ত্রাংশে ৪০%, দালানে ২৫%, কাঁচামালে ১৫% এবং আসবাবপত্রে ৫% টাকা খরচ করার পর হাসানের হাতে ১,৩০৫ টাকা থাকে। তার কাছে কত টাকা ছিল?
একটি বই ৬৫ টাকায় বিক্রি করলে বিক্রেতা ৩০% লাভ করে। ১০% লাভে বিক্রি করতে চাইলে নতুন বিক্রয় মূল্য কত হবে?
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5 : 2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত?
কাঁচামালের দাম 15% বেড়ে গিয়েছে। এই কারণে শ্রমের খরচ কাঁচামালের খরচের চেয়ে 25% থেকে 30% বেড়ে গিয়েছে। কাঁচামালের ব্যবহার শতকরা কত কমালে খরচের পরিমাণ অপরিবর্তিত থাকবে।