ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত ৩: ২ এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত ৪: ৩ হলে, সমান পরিমানের ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করুন?
x-1x=a হলে x2+1x2 এর মান নির্ণয় করুন?
প্রতিকেজি ইলিশ মাছ ১০০০ টাকা দরে ২০.৭৫ কেজি ইলিশ মাছ ক্রয় করে প্রতি কেজি ১১০০ টাকায় বিক্রয় করলে কত লাভ হবে?
যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, তবে ১২ জন লোক ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
পূর্বে ৫৫ টাকা ১ কেজি চিনি কেনা যেত। চিনির মূল্য ৬% বৃদ্ধি পেলে এখন একই টাকায় কত কেজি চিনি ক্রয় করা যাবে?
পিতা ও পুত্রের বয়স একত্রে ৬০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর পিতা ও পুত্রের বয়স কত হবে?