আব্দুর রহিম মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকা দরে কেজি চমচম ক্রয় করলো। ভ্যাটের হার ক্রয়মূল্যের ৭.৫% হলে, চমচম বাবদ মোট কত টাকা দোকানদারকে দিতে হবে?
একজন ডিম বিক্রেতা প্রতিটি ৮ টাকা ধরে ১২০০ ডিম ক্রয় করার পরে এক-তৃতীয়াংশ ডিম পঁচে গেল। অবশিষ্ট প্রতিটি ডিম কী দরে বিক্রি করলে বিক্রেতার কোন লাভ বা ক্ষতি হবে না?
কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩৮ অংশ হালে আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
সমাধান করুন: 2x+1y=1
একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য ৮.৮ সে.মি. প্রস্থ ৬.৪ সে.মি. ও উচ্চতা ২.৫ সে.মি.। লোহার টুকরোটিকে ১৫ সে.মি. দৈর্ঘ্য, ৬.২৫ সে.মি. প্রস্থা ও ৪ সে.মি. উচ্চতার আয়তাকার পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হলো। লোহা পানির তুলনায় ৭.৫ গুণ ভারী। লোহার টুকরার ওজন নির্ণয় করুন।
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ২৬ বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত?