একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহর দৈর্ঘ্য ৩০০ মিটার এবং এর বাইরে চারদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
চা পাতার উপর শতকরা ১০ টাকা কমালে চা পণ্যের ব্যবহার শতকরা কত হারে বৃদ্ধি করলে সরকার চা পাতা থেকে শতকরা ৮ টাকা বেশি লাভ পাবে?
একটি বনভোজনে যাওয়ার জন্য একটি বাস ২,৪০০ টাকায় ভাড়া করা হলো, এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমানভাড়া বহন করবে। ১০ জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া ৮ টাকা বৃদ্ধি পেল। মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ, না আসা যাত্রী সংখ্যার শতকরা কত তা নির্ণয় করুন।
a2 – 1 + 2b - b2