০.০৩ × ০ ০.০৫ × ০.০০৭ = কত?
মান নির্ণয় কর:
x-1x=3 হলে x3-1x3 = ?
দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে ১০ জন লোক একটি কাজ ৭ দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে ১৪ জনে ৬ দিনে ঐ কাজটি করতে পারবে?
১০ টাকায় ১২টি দরে কোন জিনিস ক্রয় করে ১০ টাকায় ৮ টি দরে বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ডিম ৫৬ টাকা দরে বিক্রয় করলে তাঁর শতকরা কত টাকা লাভ হবে?
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়া ৪ মিনিট পর একটি নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি পূর্ণ করতে আরো ৬ মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা চৌবাচ্চাটি পৃথকভাবে পূর্ণ হতে কত সময় লাগবে?