আম, টমেটো, কমলালেবু, পাট ও তিল ফসলের ২টি করে প্রধান রোগের নাম ও তাদের দমন ব্যবস্থা লিখুন।
শস্য পর্যায় বলতে কী বুঝায়? 'ফসলের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধিতে শস্য বহুমুখীকরণের বিকল্প নেই'-উক্তিটির মূল্যায়ন করুন।
সেচ ও নিকাশ কাকে বলে? আলু, পেঁপে ও ধান চাষের পানি ব্যবস্থাপনা আলোচনা করুন।
ফসলের পৃথকীকরণ দূরত্ব বলতে কী বুঝায়? বীজ উৎপাদনে পৃথকীকরণ দূরত্ব এর গুরুত্ব আলোচনা করুন।
সমন্বিত বালাই ব্যবস্থাপনা কী? আলু চাষে সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা করুন।
ক্লোন কী? নূতন জাত অবমুক্তির ধাপগুলো বর্ণনা করুন।