সমন্বিত বালাই ব্যবস্থাপনা কী? আলু চাষে সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা করুন।
শস্য পর্যায় বলতে কী বুঝায়? 'ফসলের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধিতে শস্য বহুমুখীকরণের বিকল্প নেই'-উক্তিটির মূল্যায়ন করুন।
সেচ ও নিকাশ কাকে বলে? আলু, পেঁপে ও ধান চাষের পানি ব্যবস্থাপনা আলোচনা করুন।
ফসলের পৃথকীকরণ দূরত্ব বলতে কী বুঝায়? বীজ উৎপাদনে পৃথকীকরণ দূরত্ব এর গুরুত্ব আলোচনা করুন।
আম, টমেটো, কমলালেবু, পাট ও তিল ফসলের ২টি করে প্রধান রোগের নাম ও তাদের দমন ব্যবস্থা লিখুন।
ক্লোন কী? নূতন জাত অবমুক্তির ধাপগুলো বর্ণনা করুন।