২০২৩ সালের ১লা জুলাই তারিখে জনাব করিম ৫০,০০০ টাকার আসবাবপত্র এবং ৮০,০০০ টাকার ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ:
জুলাই ১, জনতা ব্যাংকে হিসাব খোলা হল ১০,০০০ টাকা।
৫, মাল ক্রয় করে চেক দ্বারা পরিশোধ করা হলো ২,৫০০ টাকা।
১০, মাল বিক্রি করে ৩,০০০ টাকা নগদে ও ২,০০০ টাকার চেক পাওয়া গেল।
১৫, রিপনের ঋণ নগদে ৬,০০০ টাকা ও চেকে ৪,০০০ টাকা পরিশোধ করা হল।
২০, আসবাবপত্র ক্রয় ৩,০০০ টাকা।
২৫, পুরাতন আসবাবপত্র বিক্রি করা হলো ২,০০০ টাকা।
৩০, জুলাই মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ১,০০০ টাকার পণ্য এবং নগদ
১,৫০০ টাকা ব্যবসায় হতে উত্তোলন করো হলো।
উপরোক্ত লেনদেনসমূহ জনাব করিমের হিসাব বহিতে জাবেদাভুক্ত করুন।