হিসাববিজ্ঞানের সংজ্ঞা লিখুন। মূল্যবোধ সৃষ্টির প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা বর্ণনা করুন।
২০২৩ সালের ১লা জুলাই তারিখে জনাব করিম ৫০,০০০ টাকার আসবাবপত্র এবং ৮০,০০০ টাকার ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ:
জুলাই ১, জনতা ব্যাংকে হিসাব খোলা হল ১০,০০০ টাকা।
৫, মাল ক্রয় করে চেক দ্বারা পরিশোধ করা হলো ২,৫০০ টাকা।
১০, মাল বিক্রি করে ৩,০০০ টাকা নগদে ও ২,০০০ টাকার চেক পাওয়া গেল।
১৫, রিপনের ঋণ নগদে ৬,০০০ টাকা ও চেকে ৪,০০০ টাকা পরিশোধ করা হল।
২০, আসবাবপত্র ক্রয় ৩,০০০ টাকা।
২৫, পুরাতন আসবাবপত্র বিক্রি করা হলো ২,০০০ টাকা।
৩০, জুলাই মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ১,০০০ টাকার পণ্য এবং নগদ
১,৫০০ টাকা ব্যবসায় হতে উত্তোলন করো হলো।
উপরোক্ত লেনদেনসমূহ জনাব করিমের হিসাব বহিতে জাবেদাভুক্ত করুন।
উদ্বর্তপত্র ও রেওয়ামিলের পার্থক্য লিখুন।
অংশীদারি ব্যবসায় কাকে বলে? অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন পদ্ধতি বর্ণনা করুন।
কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা লিখুন। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি বর্ণনা করুন।
ব্যাংক হিসাবের প্রকারভেদ বর্ণনা করুন।
অর্থায়ন বলতে কী বুঝেন? দীর্ঘ মেয়াদি অর্থ-সংস্থানের উৎসসমূহ আলোচনা করুন।
ভোগ্যপণ্য বলতে কী বুঝায়? ভোগ্যপণ্য বাজারজাতকরণের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করুন।
লভ্যাংশ নীতির প্রকারভেদ সংক্ষেপে বর্ণনা করুন।
ঋণের জামানত বলতে কী বোঝায়? জামানত গ্রহণকালে ব্যাংকের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করুন।
আত্মকর্মসংস্থান কী? উন্নয়নশীল দেশে আত্মকর্মসংস্থানের গুরুত্ব বর্ণনা করুন।
বাংলাদেশের উল্লেখযোগ্য খণিজ সম্পদসমূহের সংক্ষিপ্ত বর্ণনা দিন।
জাতীয় আয় গণনায় অর্থনৈতিক খাত কতটি?
ট্রেজারি বিল (T-bill) কোন প্রতিষ্ঠান ইস্যু করে?
মাসলোর চাহিদা সোপানের চাহিদার শেষ স্তর কোনটি?
বাংলাদেশে কার্যরত 'Woori Bank' কোন দেশের?
CDBL এর পূর্ণরূপ কী?
'Blue Economy' - প্রত্যয়টি কোন বিষয়ের সাথে জাড়িত?
যে পদ্ধতিতে প্রতিটি লেনদেন 'ডেবিট ও ক্রেডিট' উভয়দিকে লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?
‘আলম ট্রেডার্স' লিটন এন্টারপ্রাইজের নিকট হতে ১০% বাট্রায় ৬০,০০০ টাকার পূর্ণ ক্রয় করে অর্ধেক মূল্য নগদে ও অর্ধেক মূল্য চেকে প্রদান করে। 'আলম ট্রেডার্স' ক্রয় হিসেবে ডেবিট করবে কত টাকা?