ছন্দ বিশ্লেষণ করুন:
আমরা দুজন ভাসিয়া এসেছি
যুগল প্রেমের স্রোতে
অনাদিকালের হৃদয় উৎস হতে।
আমরা দুজন করিয়াছি খেলা
কোটি প্রেমিকের মাঝে
বিরহবিধুর নয়নসলিলে
মিলন মধুর লাজে।
পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।