'সাহিত্যে খেলা' প্রবন্ধে প্রমথ চৌধুরী সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা আলোচনা করুন।
"চন্দরা কহিল, মরণ।" উক্তিটির মধ্য দিয়ে আত্মমর্যাদাবোধ ও নারীমুক্তির যে রূপ উন্মোচিত হয়েছে, তার স্বরূপ বিশ্লেষণ করুন।
'বিদ্রোহী' কবিতায় 'পুরান-প্রসঙ্গ' সম্পর্কে বিশদ আলোচনা করুন।
"চাঁদের অমাবস্যা' উপন্যাস আরেফ আলীর ব্যক্তিক সংকট, সংশয়, আত্মবিশ্লেষণ ও আত্মজাগরণের শিল্পভাষ্য”-উক্তিটির যথার্থতা বিচার করুন।
নারীর পশ্চাৎপদতার জন্য যে কারণগুলোর কথা বেগম রোকেয়া তাঁর 'অর্ধাঙ্গী' প্রবন্ধে উল্লেখ করেছেন তার বর্ণনা দিন।