x = 1, y = 2, z = 3 হলে x2 + 2xy - z =?
আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি এক বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরো ৬ মাস পর ২০% বৃদ্ধি পায় তাহলে ১৮ মান পর আপনার বিল কত হবে?
একটি ঘড়ি ২৩৭৫ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হল।
ক) ঐ ঘড়িটির ক্রয়মূল্য কত?
খ) ঐ ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে ৬% লাভ হবে?
যদি a2+ a2b+b2 = 3 এবং a2+ ab+b2 =3 হয়, তবে a2+b2 এর মান কত?
একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্বৃত্ত ৮২,০০,০০০ ব্যাংকে ছয়মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক স্থায়ী আমানত রাখলেন। মুনাফার হার বার্ষিক ৮৯৯ হলে, ছয় মাস পর ঐ সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে? এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
একটি চৌবাচ্চায় তিনটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে ৩০ মিনিট ও ২০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি ৬০ মিনিটে খালি হয়। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে?