অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ ৪০,০০০ টাকা। উহার ৩৫ অংশ উপার্জিত হলে হিসাবকাল শেষে চলতি দায়ের পরিমাণ কত হবে?
হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আয়ের বিপরীতে ব্যয়কে চার্জ করা হয়?
মাসিক প্রদেয় ভাড়ার পরিমাণ ৩,০০০ টাকা। রেওয়ামিলে প্রদত্ত ভাড়া ৩০,০০০ টাকা। বছরের শেষে বিষয়টি দেখাতে হবে- i. বিশদ আয় বিবরণীতে ভাড়া ৩৬,০০০ টাকাii. আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় ৩৬,০০০ টাকাiii. আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় ৬,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
শেয়ার আবেদনের টাকা ১৯০ দিনের মধ্যে ফেরত না দিলে কত% হারে সুদ দিতে হয়?
জনাব আইমানের মূল মজুরি ১,০০০ টাকা। মহার্ঘভাতা ৮% বাসস্থান ভাতা ১০% হলে মোট উপার্জন কত?
স্টেশনারি প্রারম্ভিক মজুদ ১,৫০০ টাকা, ক্রয় ৪,৫০০ টাকা। সমাপনী মজুদ ৫০০ টাকা হলে স্টেশনারি ব্যয়ের পরিমাণ কত?