স্টেশনারি প্রারম্ভিক মজুদ ১,৫০০ টাকা, ক্রয় ৪,৫০০ টাকা। সমাপনী মজুদ ৫০০ টাকা হলে স্টেশনারি ব্যয়ের পরিমাণ কত?
কার্যপত্রে নিট ক্ষতিকে কোন দিকে দেখানো হয়?
নিচের কোনটি মুনাফা জাতীয় আয়?
নিচের কোনটি বহির্দায়??
কোম্পানির ইস্যুকৃত মূলধনের পরিমাণ কত ?
ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,০০০ টাকা। ১০,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক তা আদায় হয়নি, পক্ষান্তরে ২০,০০০ টাকার একটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক তা পরিশোধিত হয়নি। [সি. বো. ১৩] নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত?