হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আয়ের বিপরীতে ব্যয়কে চার্জ করা হয়?
২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে ঋণের সুদের পরিমাণ কত?
কোম্পানির ইস্যুকৃত মূলধনের পরিমাণ কত ?
ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,০০০ টাকা। ১০,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক তা আদায় হয়নি, পক্ষান্তরে ২০,০০০ টাকার একটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক তা পরিশোধিত হয়নি। [সি. বো. ১৩] নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত?
অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ ৪০,০০০ টাকা। উহার ৩৫ অংশ উপার্জিত হলে হিসাবকাল শেষে চলতি দায়ের পরিমাণ কত হবে?
নিচের কোনটির জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়?