বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে কোনটি তোমার কাছে শ্রেয়তর?
সাধারণত যুক্তিবিদ্যায় জাত্যর্থকে কয়টি অর্থে ব্যবহার করা হয়?
কোনো দোলক ঘড়ির পর্যায়কাল গ্রীষ্মকালে 2.002 sec হয়। ঘড়িটি ঘণ্টায় কত সেকেন্ড স্লো হবে?
জাগতিক বস্তু বা ঘটনাবলিকে মানসিকভাবে সুবিন্যস্ত করার প্রক্রিয়া হিসেবে কোনটি যথার্থ?
সাদৃশ্যানুমান কয় প্রকার?
যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার অপরিহার্য হয়ে পড়ে-
i. ভাষার অস্পষ্টতা দূর করতে
ii. ভাষার দ্ব্যর্থকতা দূর করতে
iii. ভাষার দুর্বোধ্যতা দূর করতে
নিচের কোনটি সঠিক?