সাদৃশ্যানুমান কয় প্রকার?
রাজের কর্মরত প্রতিষ্ঠান মানুষকে হাঁটতে শিক্ষা দেওয়া হয় না। কিন্তু হাঁটার উন্নতি সাধন করা হয়। উক্তিটির সাথে যুক্তির প্রায়োগিক সাদৃশ্য-
i. যুক্তিবিদ্যাও মানুষকে চিন্তা করতে শিখায় না, সহজাত চিন্তা শক্তিকে সঠিক করে মাত্র
ii. যুক্তিবিদ্যাও মানুষের চিন্তা উন্নতি করার বিধানসমূহ প্রতিষ্ঠা করে
iii. যুক্তিবিদ্যাও মানুষের ব্যবহারিক জীবনকে কঠোর নিয়মের মধ্যে নিয়ে আসে
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকের প্রদত্ত দুটো যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?
যুক্তিবিদ্যায় বিজ্ঞানী 'ক' আলোর স্বরূপ সম্পর্কিত 'ফোটনতত্ত্ব' মতবাদ প্রদান করেন। 'ক' নিচের কোনটিকে নির্দেশ করছে?
পরবর্তী অবস্থায় দক্ষতা পূর্বের-
'অতএব, সকল মানুষ হয় মরণশীল' এটা একটি- i. সিদ্ধান্তii. আশ্রয়বাক্যiii. সার্বিক বচননিচের কোনটি সঠিক?