যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার অপরিহার্য হয়ে পড়ে-
i. ভাষার অস্পষ্টতা দূর করতে
ii. ভাষার দ্ব্যর্থকতা দূর করতে
iii. ভাষার দুর্বোধ্যতা দূর করতে
নিচের কোনটি সঠিক?
'অতএব, সকল মানুষ হয় মরণশীল' এটা একটি- i. সিদ্ধান্তii. আশ্রয়বাক্যiii. সার্বিক বচননিচের কোনটি সঠিক?
রাজের কর্মরত প্রতিষ্ঠান মানুষকে হাঁটতে শিক্ষা দেওয়া হয় না। কিন্তু হাঁটার উন্নতি সাধন করা হয়। উক্তিটির সাথে যুক্তির প্রায়োগিক সাদৃশ্য-
i. যুক্তিবিদ্যাও মানুষকে চিন্তা করতে শিখায় না, সহজাত চিন্তা শক্তিকে সঠিক করে মাত্র
ii. যুক্তিবিদ্যাও মানুষের চিন্তা উন্নতি করার বিধানসমূহ প্রতিষ্ঠা করে
iii. যুক্তিবিদ্যাও মানুষের ব্যবহারিক জীবনকে কঠোর নিয়মের মধ্যে নিয়ে আসে
"উপজাতি হচ্ছে একটি ক্ষুদ্রতম শ্রেণি যা অন্তর্ভুক্ত হয় এমন কোনো বৃহত্তম শ্রেণির সাথে সম্পর্কের দিক দিয়ে বিবেচিত হয়, অন্যকথায় উপজাতি হচ্ছে জাতির অতর্ভুক্ত একটি সংকীর্ণতর শ্রেণি।"- কথাটি কে বলেছেন?
উদ্দীপকের প্রদত্ত দুটো যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?
বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে কোনটি তোমার কাছে শ্রেয়তর?