ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় 500 nm তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করলে 2m দূরে ডোরা পাওয়া যায়। চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত হলে পাশাপাশি দুই উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 0.8 mm হয়?
অবরোহ অনুমান কোন সত্যের অনুসারী?
'শিক্ষক'-পদটি একটি সাপেক্ষ পদ। কারণ-
i. 'শিক্ষক' পদ স্বয়ংসম্পূর্ণ কোনো পদ নয়
ii. 'শিক্ষক' পদের অর্থের জন্য 'ছাত্র' পদের ওপর নির্ভর করতে হয়
iii. 'শিক্ষক' পদের নিজস্ব কোনো অর্থ থাকে না
নিচের কোনটি সঠিক?
সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘন করলে কয়টি ত্রুটিপূর্ণ সংজ্ঞার সৃষ্টি হয়?
কোনটির কোনো উপজাতি নেই?
প্রকল্পের গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না, কারণ-
i. প্রকল্প হচ্ছে প্রাথমিক পদক্ষেপ
ii. প্রকল্প প্রমাণিত পদক্ষেপ
iii. প্রকল্প অনিবার্য পদক্ষেপ