সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘন করলে কয়টি ত্রুটিপূর্ণ সংজ্ঞার সৃষ্টি হয়?
ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় 500 nm তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করলে 2m দূরে ডোরা পাওয়া যায়। চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত হলে পাশাপাশি দুই উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 0.8 mm হয়?
আশ্রয়বাক্যের অব্যাপ্যপদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এই নিয়ম লঙ্ঘন করলে-
i. চতুষ্পদী অনুপপত্তি ঘটে
ii. অবৈধ প্রধান পদ অনুপপত্তি ঘটে
iii. অবৈধ অপ্রধান পদ অনুপপত্তি ঘটে
নিচের কোনটি সঠিক?
উক্ত আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য হলো-
i. কার্যকারণ সম্পর্কের ক্ষেত্রে
ii. সিদ্ধান্তের নিশ্চয়তার ক্ষেত্রে
iii. আরোহাত্মক উল্লসমজনের ক্ষেত্রে
যদি তুমি পড়াশুনা কর, তবে তুমি পাস করবে। এটি কোন বাক্য?
কৃত্রিম শ্রেণিকরণ কী ধরনের?