মোট চাঁদা প্রাপ্তি ৫০,০০০ টাকা, যার মধ্যে বিগত বছরের ৫,০০০ টাকা, পরবর্তী বছরের ৭,৫০০ টাকা, এবং চলতি বছরের অনাদায়ী চাঁদা ৯,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। আয়-ব্যয় বিবরণীতে চলতি বছরের চাঁদা খাতে কত টাকা দেখাতে হবে?
যদি একক প্রতি বিক্রয় ২০ টাকা; পরিবর্তনশীল ব্যয় একক প্রতি ১২ টাকা, এবং স্থায়ী ব্যয় ৩৫,০০০ টাকা হয়, তাহলে সমচ্ছেদ বিক্রয়ের একক কত?
কোনটি অপরিচালন ব্যয়?
আন্তর্জাতিক হিসাবমান-০১ (1AS-01) অনুযায়ী কোন্টি আর্থিক বিবরণীর অংশ নয়?
একটি অংশীদারি ব্যবসায়ে মি. জোবায়ের এবং মি. বাবুল দুইজন অংশীদার। তারা নিজেদের মধ্যে ৫ : ৪ অনুপাতে মুনাফা বণ্টন করেন। পরবর্তীতে তারা মি.জামিলকে ১/২ অংশ মুনাফা দেওয়ার চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করেন। বর্তমানে মি. জামিল, মি. বাবুল এবং মি. জোবায়েরের মুনাফার অনুপাত কত?
১০ ইউনিটের উৎপাদন ব্যয় ২০০ টাকা। প্রতি ইউনিটের বিক্রয়মূল্য কত টাকা হলে বিক্রয়মূল্যের উপর ২০% মুনাফা হবে?