১০ ইউনিটের উৎপাদন ব্যয় ২০০ টাকা। প্রতি ইউনিটের বিক্রয়মূল্য কত টাকা হলে বিক্রয়মূল্যের উপর ২০% মুনাফা হবে?
যদি একক প্রতি বিক্রয় ২০ টাকা; পরিবর্তনশীল ব্যয় একক প্রতি ১২ টাকা, এবং স্থায়ী ব্যয় ৩৫,০০০ টাকা হয়, তাহলে সমচ্ছেদ বিক্রয়ের একক কত?
কোনটি অপরিচালন ব্যয়?
আন্তর্জাতিক হিসাবমান-০১ (1AS-01) অনুযায়ী কোন্টি আর্থিক বিবরণীর অংশ নয়?
একটি অংশীদারি ব্যবসায়ে মি. জোবায়ের এবং মি. বাবুল দুইজন অংশীদার। তারা নিজেদের মধ্যে ৫ : ৪ অনুপাতে মুনাফা বণ্টন করেন। পরবর্তীতে তারা মি.জামিলকে ১/২ অংশ মুনাফা দেওয়ার চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করেন। বর্তমানে মি. জামিল, মি. বাবুল এবং মি. জোবায়েরের মুনাফার অনুপাত কত?
'ব্র্যান্ড নাম' কোন ধরনের সম্পদ?