আন্তর্জাতিক হিসাবমান-০১ (1AS-01) অনুযায়ী কোন্টি আর্থিক বিবরণীর অংশ নয়?
একটি অংশীদারি ব্যবসায়ে মি. জোবায়ের এবং মি. বাবুল দুইজন অংশীদার। তারা নিজেদের মধ্যে ৫ : ৪ অনুপাতে মুনাফা বণ্টন করেন। পরবর্তীতে তারা মি.জামিলকে ১/২ অংশ মুনাফা দেওয়ার চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করেন। বর্তমানে মি. জামিল, মি. বাবুল এবং মি. জোবায়েরের মুনাফার অনুপাত কত?
১০ ইউনিটের উৎপাদন ব্যয় ২০০ টাকা। প্রতি ইউনিটের বিক্রয়মূল্য কত টাকা হলে বিক্রয়মূল্যের উপর ২০% মুনাফা হবে?
'ব্র্যান্ড নাম' কোন ধরনের সম্পদ?
অবচয় ধার্যের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না?
কোনটির ফলে ত্বরিত অনুপাতের হ্রাস ঘটে?