চূড়ান্ত কর দায় (Final Settelment of tax liability)
কোম্পানী এবং ব্যক্তি করদাতার ন্যূনতম করদায়।
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এবং আয়কর বিধিমালা, ১৯৮৪
কর বছর (Assessment Year) এবং আয় বছর (Income Year)
নিবাসী করদাতা (Resident Taxpayer) এবং অনিবাসী করদাতা (Non-Resident Taxpayer)
কর ফাঁকি (Tax Evasion) এবং কর এড়াইয়া যাওয়া (Tax Avoidance)
আই.টি ১০বি এবং আই.টি ১০ বিবি।
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী আয়ের উৎস কত প্রকার ও কি কি? কোন ধারায় আয়ের উৎসগুলো বর্ণিত হয়েছে? বিনিয়োগজনিত কর রেয়াত কিভাবে হিসেব করতে হয়?
আয়কর কর্তৃপক্ষ কারা? কোন ধারায় এর বর্ণনা রয়েছে? কোন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ কর নির্ধারণের সাথে সম্পৃক্ত? কর নির্ধারণ সংক্রান্ত ধারাগুলি উল্লেখ করুন।
লোকসান সমন্বয়ের ধারা কোনটি? কোন কোন উৎসের আয়ের সাথে ব্যবসায়ের লোকসান সমন্বয় করা যায়? ব্যবসায়ের লোকসানের জের টানার (Carry forward) নিয়ম সংক্ষেপে লিখুন। অসমন্বিত অবচয় (Un-absorbed depreciation) সমন্বয় করার সময়সীমা কি?
আয়কর রিটার্ন দাখিল করা কাদের জন্য বাধ্যতামূলক? রিটার্ন দাখিল করার বিধান কোন ধারায় বর্ণিত আছে? আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ তে কয়টি ধারা এবং কয়টি তফসিল রয়েছে লিখুন।
বেতন আয়ের কোন্ কোন্ অংশ করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত এবং কোন্ কোন্ অংশ করযোগ্য আয়ের বহির্ভূত থাকবে? কোন ধারায় এ বিধান বর্ণিত আছে?
করযোগ্য আয় থাকা সত্বেও একজন করদাতা অজ্ঞতা বশতঃ ১৯৯৬-৯৭ কর-বর্ষের রিটার্ন দাখিল করেননি। আয়কর অফিস থেকেও তাকে কোন নোটিশ করা হয়নি। তিনি এখন ঐ বছরের রিটার্ন দিয়ে আয়কর দিতে চান। তিনি কি তা পারবেন? একজন আয়কর আইনজীবি হিসেবে আপনি তাকে এ বিষয়ে যে পরামর্শ দেবেন তা আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর সংশ্লিষ্ট বিধানের আলোকে সংক্ষেপে লিখুন। ২০০৭-২০০৮ কর-বর্ষের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতার এবং ফার্মের আয়করের হার কি?
একজন করদাতার মাসে ২৫,০০০ টাকা বাড়ী ভাড়া পান। বার্ষিক পৌরকরের পরিমাণ ১৫,০০০ টাকা। সংশ্লিষ্ট বছরে তিনি বাড়ী মেরামতে কোন খরচ করেননি। গ্রামের বাড়ীতে তাঁর ১০ বিঘা কৃষি জমি আছে। হ্যাচারি থেকে তার আয় রয়েছে ১,৫০,০০০ টাকা। তার বেতন খাতে আয় আছে যার মধ্যে মূল বেতন ১,৮০,০০০ টাকা, বাড়ীভাড়া ভাতা ১০০,০০০ টাকা, আপ্যায়ন ভাতা ২৫,০০০ টাকা। তিনি ১০০,০০০ টাকার সঞ্চয়পত্র কিনেছেন? তার মোট আয় কত হবে এবং ২০০৭-২০০৮ কর-বর্ষে তার করদায় কত হবে?
৮১ ধারায় প্রণীত কর নির্ধারণী আদেশ কোন ধরনের assessment নামে অভিহিত?
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ১২০ ধারায় কোন কর্মকর্তাকে ক্ষমতা প্রদান করা হয়েছে?
করদাতা কর্তৃক নিয়োজিত প্রতিনিধি আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর কোন ধারা বলে উপ-কর কমিশনারের কাছে শুনানী দিতে পারেন?
রিটার্নের ভিত্তিতে কর প্রদানের ধারা কোনটি?
উপ-কর কমিশনার কর্তৃক ৮৪ ধারায় কর নির্ধারণী আদেশ প্রদানের তারিখ হতে কতদিনের মধ্যে তা করদাতার কাছে পৌঁছাতে হবে?
করদাতা।