সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করুন।
সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়? অর্থনৈতিক সমস্যার স্বরূপ আলোচনা করুন ।
চাহিদা ও যোগাণের পারস্পরিক প্রভাবে কীভাবে ভারস্যাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় ?
চিত্রের সাহায্যে চাহিদার সংকোচন প্রসারণ ধারণাটি ব্যাখ্যা করুন ।
যোগান ও মজুদের মধ্যে পার্থক্য নির্দেশ করুন।
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যতিক্রমসহ ব্যাখ্যা করুন।
মাত্রাগত উৎপাদন বলতে কী বোঝায়?
চিত্রের সাহায্যে মাত্রাগত উৎপাদনের প্রকারভেদ আলোচনা করুন।
চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য আলোচনা করুন।
অন্তরকলন করুন :
(i) y=x53
(ii) y=xxx+1x
(iii) y=3x+1x-2
(iv) y=exlogx
(v) y=ax2+bx+c
কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উৎকৃষ্ট পরিমাপক কোনটি এবং কেন ?
নিম্নের তথ্য হতে গাণিতিক গড়, মধ্যমা ও প্রচুরক নির্ণয় করুন :
মোট জাতীয় উৎপাদন (GNP) এবং মোট দেশজ উৎপাদন (GDP) এর মধ্যে পার্থক্য আলোচনা করুন।
জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা করুন।
কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য আলোচনা করুন ।
ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আলোচনা করুন ।