কোনো সমাস্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি ৫ এবং ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?
কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম কি?
একটি ঝুঁড়ির ধারণ ক্ষমতা ১২০টি আনারস অথবা ১৪৪টি আম। ঝুড়িতে ৯০টি আনারস রাখার পর আর কয়টি আম রাখা যাবে?
ডাক্তার রোগীকে বললেন, আপনাকে ৫টি ট্যাবলেট দিলাম, এখন থেকে শুরু করে প্রতি ঘন্টায় ১টি করে ট্যাবলেট খাবেন। ট্যাবলেটগুলি শেষ হতে রোগীর কত সময় লাগবে।
যদি একই সময়ে ১টি ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে এবং অপর ১টি ট্রেন ঢাকা থেকে চট্রোগ্রামের উদ্দেশ্যে বিরতিহীনভাবে এবং একই গতিতে (ঘণ্টায় ৬০ কিঃমিঃ) রওনা দেয়। পাশাপাশি ক্রসিং হওয়ার ১ ঘন্টা পারে ইন মাটির মাঝখানের দূরত্ব কত হবে?
এক মিটার সমান কত ইঞ্চি?
অপরিচ্ছন্নতা রোগ : পরিষ্কারঃ ?
Time: Watch: Pressure: ?
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের সাথে বাঁচিবারে চাই। এই সূর্য্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত জ্বলয়-মাঝে যদি স্থান পাই। কবিতাটির রচয়িতা এবং কোন কবিতা থেকে নেওয়া?
স্বাধীনতা যুদ্ধে অসাধারণ অবদানের জন্য বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় খেতাব কি কি?
বাংলাদেশের জাতীয় প্রতীক কি?
ইংরেজিতে রূপান্তর করঃ
যিনি তাঁর দেশকে ভালোবাসেন, তিনিই দেশ প্রেমিক (৪৩)। দেশ প্রেমিকেরা দেশকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন (৪৪)। দেশের মঙ্গলের জন্য তাঁরা তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত (৪৫)।
VIRUS এর পূর্ণ রূপ লিখ?
নিচের কোনগুলি Application Software নয়? Windows, iOS, MS Project, Photoshop, Illustrator.
পাকশীতে অবস্থিত হার্ডিংস সেতুর দৈর্ঘ্য কত এবং কবে ট্রেন চলাচলের জন্য এ সেতুটি খুলে দেয়া হয়?
জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে?
তাপ, চাপ কিংবা ঘনমাত্রার প্রভাবে সাম্যবস্থার কি ধরণের পরিবর্তন হয়, তা --- নীতির মাধ্যমে খুব সহজে ব্যাখ্যা করা যায়।
দুটি সংখ্যা এমন যে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে ৩০ গ্রহণ করলে তাদের অনুপাত হয় ২১ হয়। কিন্তু যদ দ্বিতীয় সংখ্যা প্ৰথম সংখ্যা থেকে ৫০ গ্রহণ করে তবে তাদের অনুপাত হয় ১৩। সংখ্যা ২টি কত?
৬০ থেকে ১০০ জনের মধ্যে কিছু সংখ্যক ছাত্র পিকনিকে যাওয়ার জন্য মোট ৩,৮৯৫ টাকায় রেলওয়ের একটি কামড়া স্বামু করল, প্রত্যেক ছাত্র সম পরিমাণ ভাড়া প্রদান করলে প্রত্যেক ছাত্রকে কত টাকা ভাড়া দিতে হয়েছে? এবং মোট ছাত্রের সংখ্য কত ছিল?
কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়?