৬০ থেকে ১০০ জনের মধ্যে কিছু সংখ্যক ছাত্র পিকনিকে যাওয়ার জন্য মোট ৩,৮৯৫ টাকায় রেলওয়ের একটি কামড়া স্বামু করল, প্রত্যেক ছাত্র সম পরিমাণ ভাড়া প্রদান করলে প্রত্যেক ছাত্রকে কত টাকা ভাড়া দিতে হয়েছে? এবং মোট ছাত্রের সংখ্য কত ছিল?
একজন ছাত্র তার চোখ থেকে মাত্র ৮ সেন্টিমিটার দূরে বই রেখে ভালভাবে পড়তে পারে। তাকে স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে বই রেখে পড়ার জন্য কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে?
একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
কোন বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার, প্রস্থ ৩০ মিটার। বাগানের বাইরে চারদিকে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
শূন্যস্থান পূরণ করঃ
নির্মিতব্য বহুমুখী পদ্মা সেতুর দৈর্ঘ্য (১) --- কিঃমিঃ সেতুর প্রস্থ (২)---মিটার, এবং সেতুর উচ্চতা (৩) --- মিটার।
কমলাপুর রেলওয়ে স্টেশনে দুইজন যাত্রী বসে আছে, একজন অপর জনকে বলছে তুমি আমার বাবা, তখন অপরজন উত্তরে বলে উঠল তুমি আমার ছেলে নও। তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি?