ফারাক্কা বাঁধের ব্যাপারে বাংলাদেশ এবং ভারতের পারস্পরিক অবস্থানের পেছনে যে সকল নির্ধারক কাজ করছে তা মূল্যায়ন করুন। দুটি দেশের মধ্যে একটি স্থায়ী সমঝােতার উপনীত হবার অন্তরায়গুলাে চিহ্নিত করুন।
আঞ্চলিক সংস্থার সাফল্যের পূর্বশর্তগুলাে কী? সার্ক সম্মেলন আঞ্চলিক সহযােগিতার বিষয়ব হিসেবে চিহ্নিত “ঢাকা ঘােষণা” উল্লেখ করুন।
বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক পরাশক্তি হিসেবে জাপানের অভ্যুদয়ের কারণ নির্ণয় করুন। এ অভ্যদয়ের ফলে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ জাপানের নিরাপত্তা নীতিতে কী ধরনেম প্রভাব পড়তে পারে?
বাংলাদেশ ও চীন সম্পর্কের প্রকৃতি বিশ্লেষণ করুন।
আঙ্কটাড এর পূর্ণ নাম কী?
ইসরাইলের প্রধানমন্ত্রী কে? তিনি কোন রাজনৈতিক দলের সদস্য?
নিম্নলিখিতগুলাে কীসের সঙ্গে সম্পর্কিত? ফ্লিট স্ট্রিট, ওয়াল স্ট্রিট।
ইনােসিস কী?
নােবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত প্রথম এশীয় কে? তিনি কোন দেশের নাগরিক? '
১৯৯১ সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধান কে ছিলেন?
গাম্বিয়া ও জাম্বিয়ার রাজধানীগুলাে কী?
লােকসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম সদস্য রাষ্ট্র কোনটি? সেটি কোন মহাদেশে অবস্থিত।
দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপান কত তারিখে পার্ল হারবার আক্রমণ করে? পার্ল হারবার কোথায় অবস্থিত?
কমনওেয়েলথের বর্তমান মহাসচিব কে?
নিম্নলিখিত সংস্থার সদর দফতর কোথায় অবস্থিত? আফ্রিকান ঐক্য সংস্থা; উপসাগরীয় সহযোগিতা পরিষদ
নিম্নলিখিত দেশগুলোর অধিবাসীদের প্রধান ভাষা কী? শ্রীলংকা, ফিলিপাইন
পেন্টাগন
এশীয় উন্নয়ন ব্যাংক
খেমাররুজ
পশ্চিম তীর।